Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

সুনামগঞ্জে শিলা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতিতে কৃষকদের উপজেলা চত্বর ঘেরাও কৃষি সংবাদসুনামগঞ্জ

সুনামগঞ্জে শিলা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতিতে কৃষকদের উপজেলা চত্বর ঘেরাও

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিমবীরগাও ইউনিয়নের খাই হাওর, উমেদনগরের দক্ষিণের হাওর, পুর্বে জামখলার হাওর, পশ্চিমে মৌখলার হাওর ও কাউয়াজুরী হাওরে শিলা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নের হতদরিদ্র কৃষকরা শীলাবৃষ্টিতে একেবারে ধান গাছ নষ্ট হওয়ার কারণে উপজেলা চত্বর ঘেরাও করেছিল। সস্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে শীলাবৃষ্টিতে  উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে শিমুলবাক ইউনিয়নে  ৪ শত হেক্টর, পাথারিয়া ইউনিয়নে ১৫০ হেক্টর, দরগাপাশায় একশত হেক্টর এবং পূর্ববীরগাও ইউনিয়নে একশত হেক্টর বোরো জমির ফসল  একেবারেই নষ্ট হয়ে গিয়েছে  যেখানে ঐ সমস্ত জমিতে পগুর গোখাদ্য ছাড়া কিছু নেই। তবে মোট সাড়ে চার হাজার মেট্রিক টন ধান একেবারেই নষ্ট হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলা চত্বরে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কয়েকশত হতদরিদ্র কৃষকরা ধানের আটি নিয়ে উপজেলা চত্বরে ঘেরাও করে । খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ কার্যালয় থেকে বের হয়ে তাদের উদ্দেশ্যে শান্তনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। নেতৃবৃন্দরা বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে বিষয়টি অবহিত করে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিতে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে ডাওয়ার আশ্বাস প্রদান করেন। 

এদিকে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।