Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

নাটোরের ৬ উপজেলা চেয়ারম্যান ও ১২ ভাইস-চেয়ারম্যানের শপথ গ্রহণ নাটোর

নাটোরের ৬ উপজেলা চেয়ারম্যান ও ১২ ভাইস-চেয়ারম্যানের শপথ গ্রহণ

নাটোরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত। বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগের কমিশনার নুর-উর-রহমান। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ,জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর জেলার সাতটি উপজেলার মধ্যে নাটোর সদর, সিংড়া, বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়। এতে নাটোর সদর উপজেলায় নির্বাচিত হন শরিফুল ইসলাম রমজান, সিংড়ায় শফিকুল ইসলাম শফিক, বাগাতিপাড়ায় অহিদুল ইসলাম আকুল, লালপুর উপজেলায় ইসাহাক আলী, বড়াইগ্রামে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং গুরুদাসপুরে আনোয়ার হোসেন।