Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

পাইকগাছায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা খুলনা

পাইকগাছায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পাইকগাছায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা এসএম মারুফ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ সুজন কুমার সরকার, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ ও নিজাম উদ্দীন মোল্লা।