Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে ৬ জুয়ারী আটক সুনামগঞ্জ

সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে ৬ জুয়ারী আটক

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে শিলং তীর খেলার সময় ৬ জন জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল। 

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মণির ও এ এস আই মামুন মিয়ার নেতদৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ বাজারের একটি দোকান ঘরের পেছনে শীলং তীর খেলা হচ্ছে এমন তথ্যর ভিত্তিতে হানা দিয়েং এই ৬ জুয়ারীকে আটক করে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।  

আটককৃতরা হলেন- ছাতক উপজেলার তকিপুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে মোঃ আব্দুল কাহার (৩০), একই গ্রামের মৃত রিয়াছত আলীর ছেলে মোঃ জমির (৩২), ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুছ ছোবাহানের ছেলে মোঃ আব্দুল বাছিত (৩৫) ক্ষিদ্রাকাপন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ রফিক আলী (৫০), আলমপুর গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে নুরল আমীন (৩৫) ও জাউয়া বাজার গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মোঃ ক্ওাসার মিয়া (২৫)। 

ডিবি’র ওসি কাজি  মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।