Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

খাগড়াছড়ির ৮ মাইল এলাকায় বন্দুক যুদ্ধ : ২টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক খাগড়াছড়ি

খাগড়াছড়ির ৮ মাইল এলাকায় বন্দুক যুদ্ধ : ২টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর বন্দুক যুদ্ধ অবস্থায় ৮ মাইল এলাকা থেকে ২টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিদ্দিষ্ট আস্তানায় এ অভিযান চালানো হয় । আটককৃত অস্ত্র ব্যবসায়ী অভিক চাকমা রাঙামাটি জেলার মারিশ্যা অঞ্চলের বাসিন্দা। তবে সে আঞ্চলিক রাজনৈতিক দলের কোন গ্রুপের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি । আজ বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, দীঘিনালাা খাগড়াছড়ি প্রধান সড়কে ৮মাইল নামক স্থানে গ্রেফতার কালে অস্ত্র ব্যবসায়ীদের সাথে র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়। র‌্যাব-৭ উপস্থিতি খবর পেয়ে অস্ত্রধারীরা আক্রমন করতে চাইলে পাল্টা জবাবে গুলি বিনিময় ঘটনা ঘটে। র‌্যাবের কঠিন প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, অস্ত্রব্যবসায়ীরা উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্য হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী অভিক চাকমা নিজেকে রাঙামাটি জেলার মারিশ্যা অঞ্চলের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। তবে সে কোন গ্রুপের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ।

র‌্যাবের চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার লে. কর্ণেল মিশতা এ প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিক চকমাকে আটক করে ঘটনাস্থল থেকে নিয়ে এসেছি। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।