Opu Hasnat

আজ ১৯ আগস্ট সোমবার ২০১৯,

দামুড়হুদায় ঘাস মারা ঔষধ প্রয়োগে ৫০ বিঘা জমির পাট বিনষ্ট, ডিলারের জরিমানা কৃষি সংবাদচুয়াডাঙ্গা

দামুড়হুদায় ঘাস মারা ঔষধ  প্রয়োগে ৫০ বিঘা জমির পাট বিনষ্ট, ডিলারের জরিমানা

দামুড়হুদা উপজেলার মদনা সাড়াবাড়ীয়া গ্রামের মাঠে পাট ক্ষেতে ঘাস মারা ঔষধ প্রয়োগ করায় ২২ জন কৃষকের প্রায় ৫০বিঘা জমির পাট বিনষ্ট হয়েছে। কীটনাশক ডিলারের পরামর্শে ঔষধ প্রয়োগ করে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগ ডিলারের প্রতিষ্ঠান থেকে মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক জব্দ করে প্রতিষ্ঠান শীলগালা করে দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত ডিলার সাইদুর রহমানকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন।এছাড়াও কীটনাশক কোম্পানী সেমকো ক্ষতিগ্রস্থ চাষিদেরকে বিঘাপ্রতি ১১শ টাকা করে ক্ষতিপুরন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ  বীজ ও কীটনাশক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

ভ্রামমান আদালত ও কৃষি অফিস সুত্রে জানাযায়, গত কয়েক দিন আগে দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের সাড়াবাড়ীয়া গ্রামের ২২জন চাষী গ্রামের সাইদুর মেশিনারিজ থেকে পাট ক্ষেতে ঘাসমারা ঔষধ কিনতে গেলে বিক্রেতা সাইদুর রহমান চাষিদের ভুল বুঝিয়ে গমক্ষেতের ঘাস মারার ঔষধ পাট ক্ষেতে  দেওয়ার পরামর্শ দেন। তার দেওয়া পরামর্শ মোতাবেক তার নিকট ধেকে ২২জন কৃষক তাদের প্রায় ৫০ বিঘা পাটক্ষেতে ঘাষমারা ওই কো: ঔষধ প্রয়োগ করে। ক্ষেতে ঔষধ প্রয়োগ করারপর থেকে চারা পাট মরা শুরু হয়। এসময় ভুক্তভুগি কৃষকগণ উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।চাষিদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার কৃষি অফিসার সামিউর রহমান দ্রুত ডিলার সাইদুর মেশিনারিজে অভিযান চালিয়ে  মর্ডান সিডের ১১প্যাকেট ঢেড়স, লালশাক, বরবটি, ইয়োন সিডের এর ৪প্যাকেট শশার বীজ, লালতিরের সিডের ঝিঙ্গার বীজ, চান্দিপুর সিডের ৫প্যাকেট টমেটোর বীজ, জাকির বীজ ভান্ডারের ৬প্যাকেট পেঁপেঁর বীজ, ইস্পাহানী কোম্পানির করলার বীজ ও ১প্যাকেট মেয়াদ উত্তীর্ণ সেভিন পাউডার জব্দ করে। পরে দামুড়হদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিট্রেট মো: রফিকুল হাসান কে সংবাদ দিলে তিনি দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার সাইদুর রহমান কে কীটনাশক অধ্যাদেশ আইনের ১৯৭১ এর ২১ ও ২২ধারায় দোষি সাবস্থ্য করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। ডিলার সাইদুর রহমান নগদ ১০হাজার টাকা পরিশোধ করে মুক্তি পাই। একই সময় আদালতে ঘাসমারা বিষ প্রয়োগে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে সেমকো কোম্পানি ও ডিলার সাইদুর রহমান বিঘা প্রতি ক্ষতিগ্রস্ত চাষিদেরকে ১১শ টাকা করে ক্ষতি পুরন দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সাটিফিকেট সহকারি জিহন আলী।