Opu Hasnat

আজ ১৮ জুলাই বৃহস্পতিবার ২০১৯,

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন ঝালকাঠি

ঝালকাঠিতে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বাঙালী সংস্কৃতির প্রাণের উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার সকালে বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো সকাল সাড়ে ৬টায় শিশু পার্ক উন্মুক্ত মঞ্চে নববর্ষের সূচনা ও প্রভাতি অনুষ্ঠান। সকাল ৮টায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিও কর্মী এবং জনসাধারনের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রা। শহরের শিশু পার্ক মেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিলিত হয়। মেলার শুভ  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। 

বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির আলম, জেলা বনিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ ছালেক। শিশু পার্কে বাংলা নববর্ষ উপলক্ষ্যে ৩দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।