Opu Hasnat

আজ ১৮ জুলাই বৃহস্পতিবার ২০১৯,

ব্রেকিং নিউজ

নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরবাসীর বাংলা নববর্ষ বরণ ফরিদপুর

নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরবাসীর বাংলা নববর্ষ বরণ

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪২৬ সালকে বরণ করছে ফরিদপুরবাসী। এ উপলক্ষে রবিবার ভোর সাড়ে ছয়টায় ফরিদপুর কোর্ট চত্বরে বর্ষবরনের আয়োজন করে ফরিদপুর সাহিত্য উন্নয়ন সংস্থা। এতে অংশগ্রহন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন এমপি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ।    

এরপর সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসনে আয়োজনে বণার্ঢ্য র‌্যালী বের করা হয় শহরে। র‌্যালীতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন এমপি।  

অনুষ্ঠান শেষে বাংলার ঐতিহ্যবাহী দেশীয় বিভিন্ন ধরনের খেলা হা ডু ডু, লাঠি খেলা ও সাপ খেলাসহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় একযোগে পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণের বিভিন্ন অনুষ্ঠান।