Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ঝিনাইদহ

নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । 

শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সরকারি কেসি কলেজ ছাত্রলীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সরকারি কেসি কলেজ ছাত্রলীগ শাখার সাাধারন সম্পাদক আবু সমুন বিশ্বাস ও  ছাত্রলীগ নেতা লুবান মাহফুজ মিশুক, জিনাত জাহান সিথি, সানজিদা ইসলাম দিশা প্রমুখ। 

বক্তারা, নুসরাতকে পুড়িয়ে হত্যার মুল আসামী সিরাজউদ্দৌলাসহ জড়িত সকলের ফাঁসির দাবি জানান।