Opu Hasnat

আজ ১৮ জুলাই বৃহস্পতিবার ২০১৯,

ব্রেকিং নিউজ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকায় সড়ক দুঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

শনিবার সকালে সদর উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 
খবর পেযে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার কওে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

ঝিনাইহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খাঁন বলেন, সকালে ঝিনাইদহ থেকে মিট কুমড়া ভর্তি একটি মাহিদ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে খড়িখালী নামক স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।