Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুর

রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত শহরের নিলটুলী  এলাকার ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে “ফরিদপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠন” এর ব্যানারে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচির পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী  ও পেশার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

আধাঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, বিলকিস ইসলাম, খালিদ মাহমুদ সজীব প্রমুখ।

বক্তারা বলেন, আজ দেশের যে ভাবে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাকান্ড চলছে। তাতে দেশের মানুষ প্রচন্ড নিরাপত্তাহীন ভুগছে। দেশের সব জায়গা নারীর জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।  

এই বিভাগের অন্যান্য খবর