Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

নুসরাত হত্যা : রাজবাড়ীতে মৌন মিছিল, পথসভা ও মানববন্ধন রাজবাড়ী

নুসরাত হত্যা : রাজবাড়ীতে মৌন মিছিল, পথসভা ও মানববন্ধন

ফেনীর আলোচিত নুসরাত হত্যাকারীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবীতে রাজবাড়ীতে মৌন মিছিল, পথসভা ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে প্রগতিশীল বন্ধু মহল।

শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজবাড়ীর প্রগতিশীল বন্ধু মহলের আয়োজনে প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেধে অনুষ্ঠিত হয় মানবন্ধন কর্মসুচী। 

এরপর প্রেস ক্লাবের সামনে থেকে বের করা হয় একটি মৌন মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়।

এ সময় পথসভায় বক্তৃতা করেন, প্রসেনজিৎ কুমার রায়, সাদমান সাকিব রাফি, স্মৃতি ইসলাম, শেখ মামুন, আজম খান প্রমুখ। বক্তারা এ সময় অবিলম্বে নুসরাত হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।