Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

জয়পুরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ জয়পুরহাট

জয়পুরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮

জয়পুরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। 

শুক্রবার (১২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকার জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - জয়পুরহাটের কালাই উপজেলার কাদিরপুর গ্রামের আবু বকর চৌধুরীর স্ত্রী রেবেকা বেগম হেনা (৪৮), পাঁচবিবি উপজেলার করিয়া গ্রামের হুমায়ুনের সাত মাসের মেয়ে হুমায়রা, রতনপুর গ্রামের শাসসুদ্দীনের স্ত্রী জাকিয়া সুলতানা (৩৫), উচনা গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী জাহেরা বেগম (৫৫), গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আমবাড়ি গ্রামের আবদুল জলিলের মেয়ে শারমিন (২০), রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামের দিলিপ মুরমুর মেয়ে রিপা (৩), বগুড়ার শাহজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামের হারুন অর রশিদের স্ত্রী ফিরোজা বেগম (৪৫) ও ছেলে শিহাব (৮)।

জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মাহবুবুল আলম জানান, দুর্ঘটনাস্থল  থেকে তারা ৩৫ জনকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাপাতালে পাঠান। পরে তাদের মধ্যে আটজনকে বগুরার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।        

সদর থানার ওসি সিরাউল ইসলাম জানান, “জয়পুরহাট থেকে বগুরা যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।” এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।