Opu Hasnat

আজ ৩১ অক্টোবর শনিবার ২০২০,

ফেবু নগরী আমার ভীষণ আপন // সৈয়দা রূখসানা জামান শানু শিল্প ও সাহিত্য

ফেবু নগরী আমার ভীষণ আপন // সৈয়দা রূখসানা জামান শানু

চায় না আর এখন থাকতে 
ছবির এ্যালবাম ড্রয়িং রুমেতে
কার আছে সময় যাওয়া বন্ধুর বাড়ীতে 
ফেবুর মত বন্ধু আর কে আপন আছে
তাইতো ব্যস্ত সবাই সুইট সেলফিতে
আর তা দিনে রাতে চলে আপলোডে।

বলো এছাড়া উপায় কি আছে 
সবার খবর একসাথে রাখতে হলে 
বসতেই হয় ফেবু নগরীতে
বিজ্ঞানের সভ্যতার বিচ্ছুরণে কত শত
অহংকারের নগ্নরূপ আর গঠনশৈলীর স্থাপত্য
সাধানবাণী আর কত খবর আছে এখানে।

প্রতিদিন আছে শত হাসি-কান্না 
আর মর্মান্তিক দু:খ বেদনার কথা
দূর্বত্তায়নের বেড়াজালে অন্যের ফসল কাটা
রয়েছে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপানোর কথা
কারোর সন্মান হানির কথা
কারোর সন্মান প্রাপ্তির কথা।

কেউ করে কেনা-কাটা সময়ের অভাবে 
কারোর ক্লাস চলে ভিডিও কলে
কেউবা এ মাধ্যমে আমন্ত্রন পত্র বিলায় 
কেউবা জীবিকা নির্বাহের পথ খুঁজে পায়
কারোর ভালোবাসা চলে চ্যাটিং এ 
সেটাও অতি সাবধানতার সাথে সংগপোনে।

ফেবু নগরী যে আমার ভীষণ আপন
এখানে রয়েছে আমার কত বন্ধু-স্বজন
কত গল্প-কবিতায় মিশে আছি সারাক্ষণ
শত অভিজ্ঞতার অনুবাদের পান্ডুলিপি
হেঁটে হেঁটে চলে, হয়ে বিশ্বকাব্যের গতিবিধি
সবিযে রাখে আমার সংরক্ষনে ফেবুনগরী।

লেখনির স্থান : সাহিত্যাঙ্গন বাংলাদেশ
১২/০৪/২০১৯ খ্রি: শুক্রবার, দুপুর ১টা ৫৮মিনিট।