Opu Hasnat

আজ ২৭ জুন বৃহস্পতিবার ২০১৯,

বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন টেলি সামাদ বিনোদনমুন্সিগঞ্জ

বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন টেলি সামাদ

মুন্সীগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ঢালিউডের কিংবদন্তী কৌতুক চরিত্রে অভিনেতা টেলি সামাদ। রবিবার বাদ আসর মুন্সীগঞ্জের নয়াগাঁও  এলাকার প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক  কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই তার দাফন সম্পূর্ন করা হয়। কিংবদন্তি এই অভিনেতার জানাজায় ঢল নামে  জেলার সর্বস্তরের মানুষের ।

এর আগে বেলা ৩টা ৩০মিনিটে টেলি সামাদের মরদেহ মুন্সীগঞ্জে পৌঁছায়। এসময় পুরো এলাকায় শোকের ছায় নেমে আসে। চোখের জলে প্রিয় অভিনেতাকে শেষ বিদায় দিতে হাজির হয় জেলার সর্বস্তরের জনসাধারণ। 

জানাযায় অংশ নেয় মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন সহ জেলা বিশিষ্ট ব্যাক্তি বর্গ। পরিবারকে শান্তনা দিতে মরহুমের বাড়িতে উপস্থিত হন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা  সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

জানাজা শেষে দোয়া ও মরহুমের কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেল সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকজন।