Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নড়াইলে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর কৃষি সংবাদনড়াইল

নড়াইলে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর

দক্ষিন-পশ্চিম অঞ্চলের পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় নড়াইল সদরের কৃষকের নিকট কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১২টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গঠিত সদরের ২৫টি ডাবিøউএমজি’র সমিতির নিকট জেলা প্রশাসক আ: গাফ্ফার খান প্রধান অতিথি হিসেবে প্রতিটি সমিতির নিকট  ১টি করে পাওয়ার টিলার মেশিন হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক, সদরের ইউএনও মো: জাকির হোসেন, এফওএ’র প্রতিনিধি কৃষিবিদ আব্দুর রহিম এবং সদরের কৃষি অফিসার শেখ শহিদুল ইসলাম প্রমূখ।  

এর আগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর বিষয়ে আলোচনা সভায় সদরের ইউএনও মো: জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আ: গাফ্ফার খান, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক, এফওএ’র প্রতিনিধি কৃষিবিদ আব্দুর রহিম প্রমূখ।