Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কিশোরগঞ্জে ১৩ উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ১৩ উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ) নিয়ে ৪০৮৬৩ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৩৯৯৩ ভোট। 

হোসেনপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ সোহেল ৩১ হাজার ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ মনোনিত মো. শাহ জাহান পারভেজ (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ২৫৬ ভোট।

তাড়াইল উপজেলায় জহিরুল ইসলাম শাহীন (লাঙ্গল) ২৬৩৬২ ভোটে পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী  আজিজুল হক ভ’ইয়া মোতাহার  (নৌকা) প্রতীকে পেয়েছেন ১৬০৫৫ ভোট। 

করিমগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম আওলাদ (নৌকা) প্রতীকে ৪৪১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুর রহমান (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৯১৪৪ ভোট।

মিটামইন উপজেলায় আছিয়া আলম আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী।

অষ্ট্রগ্রাম উপজেলায় শহীদুল ইসলাম জেমস  (নৌকা) প্রতীকে ২৪২১৫ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ কমল  (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২১২৯৯ ভোট।

ইটনা উপজেলায় চেীধুরী কামরুল হাসান (নৌকা) প্রতীকে ৫৪২১৭ ভোটে পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী মোঃ খলিলুর রহমান (আনারস) প্রতীকে ১৮২৭০ ভোট পেয়েছেন।

কুলিয়ারচর উপজেলায় মোঃ ইয়াছির মিয়া (নৌকা) প্রতীকে ৪০৬৯৭ ভোটে পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সাত্তার খোকন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩৭ ভোট ।

ভৈরব উপজেলায় সায়েদুল্লাহ মিয়া (নৌকা) প্রতীক নিয়ে ৫৮০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর  (মোটর সাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩০১৭৯ ভোট।

নিকলী উপজেলায় বিদ্রোহী প্রার্থী আহসান মো: রুহুল কুদ্দুস ভূইয়া জনি ২৮৪৮১ ভোট পেয়ে (মোটর সাইকেল) প্রতীকে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কারার সাইফুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৩১৮ ভোট।

বাজিতপুর উপজেলার ৬ টি কেন্দ্র  স্থগিত রয়েছে।

কটিয়াদী উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে। 

পাকুন্দিয়া উপজেলায়  রফিকুল ইসলাম রেনু  (নৌকা) প্রতীকে ৪৩৮২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম শওকত (লাঙ্গল) প্রতীক নিয়ে পেয়েছেন  ৬৮৭০ ভোট।