পাকুন্দিয়ায় জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থীর ভোট বর্জন কিশোরগঞ্জ / 
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় উপজেলার লাঙ্গলের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শওকত ভোট বর্জন করেছেন।
অনিয়ম, কারচুপি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে পাকুন্দিয়ার এ প্রার্থী ২৪ মার্চ দুপুরে ভোট বর্জন করেন।
রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে জাহাঙ্গীর আলম শওকত বলেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়ে সরকার দলীয় প্রার্থীর লোকজন ভোট দিয়েছে। আর এসব কারণেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
এ বিষয়ে বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম শওকত ফোনে বিষয়টি আমাকে বলেছেন। তবে এখনো লিখিত অভিযোগ দেননি।