Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

দুর্গাপুরে অনার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন নেত্রকোনা

দুর্গাপুরে অনার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল এগারোটায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের উদ্যোগে কলেজ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা জেলার সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত এলাকা দুর্গাপুরে ১৯৭০ সালে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষে এ কলেজটি প্রতিষ্ঠা করা হয়। সময়ের প্রয়োজনে উক্ত কলেজে অনার্স কোর্স চালু করা প্রয়োজন, চোখের সামনে শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কোনো নজর নেই। এভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারন সম্পাদক পার্থ প্রতিম সরকার, যুব ইউনিয়ন জেলা কমিটির সহসভাপতি সাবেক ছাত্রনেতা জুয়েলরানা, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মোঃ শাহান আলী, সাবেক সভাপতি মোর্শেদ আলম, গোলাম মোস্তফা হীরা প্রমুখ। মানববন্ধন শেষে অধ্যক্ষ এর মাধ্যমে উপাচার্য্য জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।