Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বাকৃবি’র শিক্ষার্থীদের লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন খুলনা

বাকৃবি’র শিক্ষার্থীদের লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে পাইকগাছার লোনাপানি কেন্দ্রের গভেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের কোস্টাল এ্যাকোয়া কালচার ও মেরি কালচার বিভাগের ৬জন শিক্ষক ও লেবেল-২ সেমিস্টার-১ এর ১২৯জন শিক্ষার্থী যশোর, বাগেরহাট ও পাইকগাছা ৬দিনের শিক্ষা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে পৌছান। বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও মাঠ পর্যায়ের বিভিন্ন চিংড়ি, মৎস্য ও কাঁকড়া খামার পরিদর্শন করেন। 

প্রফেসর ড. এম,এ সালামের নেতৃত্বে সফরে অন্যান্য শিক্ষকদের মধ্যে রয়েছেন, ড. তানভির রহমান, জান্নাতুল ফেরদৌস, কে,এম, শাকিল রানা, কামরুন্নাহার আজাদ ও শায়লা বাবলী। শিক্ষার্থী নুসরাত ও ফুজারা আক্তার জানান, শিক্ষা সফরে এসে লোনাপানি কেন্দ্রের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা হয়েছে। যা একাডেমিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ইমরান জানান, গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি এলাকার বিভিন্ন চিংড়ি খামার পরিদর্শন করে চাষাবাদের কলাকৌশল সহ মাঠ পর্যায়ের জ্ঞান লাভ করেছি। যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের বাইরেও অনেক কিছু শেখা কিংবা জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এ শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ের প্রকৃত জ্ঞান লাভ করেছে।