Opu Hasnat

আজ ২ জুলাই বৃহস্পতিবার ২০২০,

সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সুমি হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন গাইবান্ধা

সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সুমি হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

উপজেলায় ট্রাক চাপায় পিষ্ঠ হয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সুমি আক্তারের হত্যার বিচারসহ ফাঁসির দাবীতে  মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলকাবাসী।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ- বামনডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে ছাইতানতলা বাজার নামক স্থানে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল, কলেজ,  মাদ্রাসা শিক্ষার্থীসহ এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন। 
 
এ সময় আন্দোলনকারীদের সাথে একাত্বতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সলেমান আলী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কংকন সরকার, সুরঞ্জিত সরকার রাঙ্গা, সৈয়দ  হাসান খোকন, সৈয়দ বসির আনঞ্জুম, জসিম উদ্দিন, শামীম মিয়া, মশিউর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ অবিলম্বে ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য গত বুধবার সকালে রামভদ্র গ্রামের আব্দুল গনি খাঁনের ৮ম শ্রেণী পড়–য়া কন্যা সুর্বণা আক্তার সুমি কোচিং পড়তে যাবার পথে সুন্দরগঞ্জ- বামনডাঙ্গা সড়কে সাকা মারা ব্রিজের পৌছিলে ট্রাকের চাকা পিষ্ঠে ঘটনাস্থলেই সে নিহত হয়।