Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জে জেলার সদর উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৮ মার্চ) বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এ সময় অননুমোদিত আইসক্রিম বিক্রির অপরাধে খালেক ডিস্ট্রিবিউশন ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পন্য বিক্রির অপরাধে রুখসানা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা এবং মানব সাস্থের জন্য ক্ষতিকর ঘনচিনি ও ক্যামিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির কারণে পপুলার আইস বারকে দশ হাজার টাকাসহ মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয় । 

জেলা পুলিশ কিশোরগঞ্জ এর সহযোগিতায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় এবং অভিযানে বিএসটিআই, কিশোরগঞ্জ এর পরিদর্শক জয়দেব রাজবংশী উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান।