Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শনিবার ২০১৯,

সুন্দরগঞ্জে আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি গাইবান্ধা

সুন্দরগঞ্জে আগুনে পুড়ে  ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মো. আনিসুর রহমান, সুন্দরগঞ্জ, গাইবান্ধা  : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দুটি পরিবারে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল  ভষ্মিভূত হয়েছে।

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, রবিবার ভোরে উপজেলার তারাপুর ইউনিয়নের ভাটি তারাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল ছামাদ মিয়ার ঘরের বিদ্যুতের  সর্ট  সার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়। তা নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায়  সামাদ  মিয়ার তিনটি টিনসেট ঘর, সত্তর মন ধান, নগদ দুই লক্ষ টাকা, কম্পিউটার ও শহিদুল ইসলামের দুটি টিনসেট ঘর, ধান, চাল, হাঁস, মুরগী, আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার  মালামাল পুড়ে ছাই হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সংকটজনক হওয়ায় ফায়ার সার্ভিস সময়মত পৌঁছিতে পারেনি। যার কারণে ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নি  কান্ডে ক্ষয়গ্রস্থ পরিবারটির পাশে কেউ দাঁড়ায়নি। খোলা  আকাশের  নিচে রয়েছে পরিবারটি।