Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু ৯৯ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু ৯৯ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন করো রঙ্গিন’ এই  স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। 

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদযাপন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এ্যাড. মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হাই তালুকদারসহ আরো অনেকে। এছাড়াও বিভিন্ন সরকারী, বেসরকারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নানা আয়োজনে দিবসটি পালন করেছে।