Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০১৯,

জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড়ে নিহত ৩১, নিখোঁজ ৪০ আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড়ে নিহত ৩১, নিখোঁজ ৪০

জিম্বাবুয়ের পূবাঞ্চলে ঘূর্ণিঝড় ‘ইদাই’ এর আঘাতে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪০ জন। খবর আলজাজিরা।

ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মোজাম্বিক ও মালাওয়িতে। গত শুক্রবার সেটি জিম্বাবুয়েতে আঘাত হানে। চলমান এ ঘূর্ণিঝড়ে দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় দেশটিতে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

শনিবার দেশটির তথ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড় ইদাইয়ের হতাহতদের বেশিরভাগই দেশটির পূর্ব চিমানিমানি শহরের। নিহতদের মধ্যে দুই শিক্ষর্থী রয়েছেন আর নিখোঁজ রয়েছেন প্রায় ৪০ জন।