Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

হরিণাকুন্ডুতে নৌকা পোড়ানোর অভিযোগ ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে নৌকা পোড়ানোর অভিযোগ

২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দারের নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে একদল দূর্বত্তরা। 

শুক্রবার রাতে উপজেলার ভালকী বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। 

নৌকা পোড়ানোর ঘটনায় মশিউর রহমান জোয়ার্দ্দারের সমর্থকেরা প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। 

কাপাশহাটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক আবেদ আলী জানান, শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ভালকী বাজারে অবস্থিত আওয়ামীলীগ অফিসে নেতা কর্মীদের নিয়ে বসে ছিলেন। তারপর তিনি বাড়ি যান। ভোরে তিনি নৌকা পোড়ানোর খবর পান। ভালকী এলাকাটি জামায়াতের দুর্গ বলে খ্যাত। পুলিশ কনষ্টেবল গাজী ওমর ফারুক হত্যা মামলার একাধিক আসামীর বাড়ি ওই এলাকায়। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার তার প্রতিপক্ষের লোকদের নৌকায় আগুন দেয়ার ঘটনায় দায়ি করেন। 

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আাসাদুজ্জান জানান, এ ঘটনায় কামরুল ইসলাম ১৩ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ঝিনাইদহ র‌্যাব-৬ এর কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এর আগে উপজেলার হরিশপুর গ্রামে এবং জোড়াদহের জটারখালে নৌকা পোড়ানোর ঘটনা ঘটেছে।