Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

ফেরী পারাপারে যানবাহনের দীর্ঘ লাইন

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপরা ভীর মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপরা ভীর

মুন্সীগঞ্জে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় টানা ৩ দিনের ছুটিতে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীদের উপচেপরা ভীর ছিল শুক্রবার সারাদিন থেকে শুরু হয়ে দিবাগত গভীর রাত-(শনিবার) পর্যন্ত। শিমুলিয়া ঘাট এলাকা ছেড়ে মাওয়া চন্দ্রের বাড়ি পর্যন্ত ২ কি.মি. গাড়ীর দীর্ঘ লাইন ছিল। শুক্রবার দিবাগত গভীর রাত-(শনিবার) অব্দি ফেরী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৫ শতাধিক ছোট বড় যানবাহন অপেক্ষায় ছিল। যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষায় পরতে হয় চরম ভোগান্তিতে। 

শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসি সহকারি ম্যানেজার বাণিজ্য আব্দুল আলিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী ১৭ই উপলক্ষ্যে এবং শুক্র শনি ও রোববার ৩ দিনের ছুটির কারণে এ রুটে চাপ বেরেছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৩টি রো রো, ৬টি ডাম্প, ২টি মিডিয়াম, ৩টি কে টাইপ ও একটি ছোট ফেরীসহ মোট ১৭টি ফেরী চলাচল করলেও বাড়তি এসব যানবাহনের চাপে হিমশিম খেতে হয় ফেরী কর্তৃপক্ষকে।