Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন তরুণ নিহত চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন তরুণ নিহত

জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ওসমানপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মুহুরী প্রজেক্ট থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জোরারগঞ্জ থানার ওসি মো. ইফতেখার হাসান বলেন, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনজনের মধ্যে দুইজনের বাড়ি ইছাখালী এবং একজনের বাড়ি ওসমানপুর।

নিহতদের পরিচয় জানার জন্য বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি ইফতেখার বলেন, ঘটনাস্থলে মারা যাওয়ায় তাদের আর হাসপাতালে নেওয়া হয়নি। মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।   

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার নুরুল আবছারের পুত্র আরিফ হোসেন (২০), ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার মুসলিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২), মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের শাহ আলমের ছেলে মেহেদী হাসান (২৮)।