Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

সুনামগঞ্জের শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ সুনামগঞ্জ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে সহকারি শিক্ষকদের বদলী বাণিজ্যের অভিযোগ উঠেছে। তিনি প্রাথমিক শিক্ষা নীতিমালা উপেক্ষা করে আর্থিক সুবিধা গ্রহন করে জৈষ্ঠ্য শিক্ষকদের বদলীর প্রস্তাব না করে জুনিয়র শিক্ষককে বদলীর জন্য প্রস্তাব করেছেন বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শাল্লা উপজেলার রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিলু চৌধুরী সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রুপসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিলু চৌধুরী নিজ বিদ্যালয় থেকে একই উপজেলার মেঘনাপাড়া বিদ্যালয়ে বদলীর জন্য উপজেলা শিক্ষা অফিসার  মোহাম্মদ ফেরদৌস এর কাছে আবেদন করেন। কিন্তু তিনি পিলু চৌধুরীর বদলীর প্রস্তাব না পাঠিয়ে একই বিদ্যালয়ের জুনিয়র সহকারি শিক্ষক বাবুল চন্দ্র চৌধুরীর বদলী প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করেছেন। বাবুল চন্দ্র চৌধুরীর শিক্ষক জেষ্ঠ্যতার ক্রমিক নং-১৪২, অথচ পিলু চৌধুরীর জেষ্ঠ্যতার ক্রমিক নং-৫২। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার নীতিমালা লঙ্ঘন করে ৯০ নং পেছনের জুনিয়র শিক্ষকের বদলীর জন্য প্রস্তাব করেন। জেষ্ঠ্য শিক্ষকদের বদলীর প্রস্তাব না করে তিনি াইর্থক সুবিধা নিয়ে অপেক্ষাকৃত অনেক জুনিয়র শিক্ষকদের বদলীর প্রস্তাব করছেন উপজেলা শিক্ষা অফিসার। রুপসা বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিলু চৌধুরী জুনিয়র শিক্ষক বাবুল চন্দ্র চৌধুরীর পরিবর্তে তার বদলীর জন্য তিনি দাবি জানিয়েছেন। 

এ ব্যাপারে শাল্লা উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌসের মোবাইল ফোনে একাধিকবার  অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে বেশ কয়েকবার চেষ্টা করলেও তার ব্যক্তিগত মোবাইল ফোন তিনি রিসিভ করেননি । 
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন,‘ শাল্লার একজন সহকারি শিক্ষকের লিখিত আবেদন পেয়েছি। জেষ্ঠ্যতা লঙ্ঘন করে কোন জুনিয়র শিক্ষককে বদলী প্রস্তাব করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ 

 

এই বিভাগের অন্যান্য খবর