Opu Hasnat

আজ ২৬ মার্চ মঙ্গলবার ২০১৯,

দামুড়হুদায় তুলা চাষ ও ফলন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস চুয়াডাঙ্গা

দামুড়হুদায় তুলা চাষ ও ফলন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি মাঠে তুলা চাষ ও ফলন বৃদ্ধি লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতিবার বেলা ১১টার দিকে তুলা উন্নয়ন বোর্ডের সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফজ-১) এর অর্থায়নে চুয়াডাঙ্গা জোন এর আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বদনপুর গ্রামের  তুলা চাষি মন্টুর সভাপতিত্বে মাঠ দিবসে তুলা চাষ মম্প্রসারন ও ফলন বৃদ্ধির উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা জোনের কর্মকর্তা হাবিবুর রহমান, দামুড়হুদা জোনের সুলতান হোসেন,প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা চুয়াডাঙ্গা জোন এর ডঃ আব্দুস সালাম। মাঠ দিবসে ৪০জন চাষি উপস্থিত ছিলেন। চাষিরা আগামিতে বেশি বেশি তুলা চাষ করবেন বলে জানান।