Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল শুরু মুন্সিগঞ্জ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল শুরু

মুন্সীগঞ্জ শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে বৃহস্পতিবার ঘন কুয়াশায় ফেরী চলাচল ব্যহত। দিবাগত রাত ৩ টা থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে কতৃপক্ষ ফেরী চলাচল বন্ধ রাখে। জেলার লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ৬ টি ফেরী দিক নির্ণয় বয়াবাতি না দেখায় মাঝ নদীতে নোঙরে ছিল। এ সময় ৩ টি ফেরী শিমুলিয়া ঘাটে লোডে ছিল। ঘাট এলাকায় ৭ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বারার সাথে সাথে গাড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল সাড়ে ৭ টায় ফেরী চলাচল শুরু করা হয়। রাতে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ৬ টি ফেরী কপোতী, টাপলো, লেংটি, রামশ্রী, শাহপরান ও জাহাঙ্গীর দিক নির্ণয় বয়াবাতি না দেখায় দূর্ঘটনা এড়াতে মাঝ পদ্মানদীতে নোঙড়ে ছিল। ক্যামেলিয়া সহ ৩ টি ফেরী ঘাটে লোডে ছিল। ১৪ টি ফেরী দিয়ে এ নৌ রুটে যানবাহন পারাপার চলছে। শিমুলিয়া ঘাটে ২ শতাধিক ছোট গাড়ি ও সাড়ে ৪ শতাধিক ট্রাক পারের অপেক্ষায় ছিল। তবে বেলা বারার সাথে সাথে গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডবিøউটিসির এ কর্মকর্তা।