Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুর

নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের পক্ষে থেকে, জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, সরকারী ইয়াছিন কলেজের বাংলা বিভাগ, সাহিত্য পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। 

এরপড় কবির বাড়ীর আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজনে  আলোচনা সভা ও দোয়া মাহফিলে শরীক হন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, কবি পুত্র ড. জামাল আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অধ্যাপক রেজভী জামান প্রমুখ। 

উল্লেখ্য ১৯৭৬ সালের ১৪ মার্চ এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।

বাংলা সাহিত্যের পল্লী রুপকথার অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী এ কবির লেখা উপন্যাস বেদের মেয়ে, সোজনবাদিয়ার ঘাট, নকশীকাঁথার মাঠসহ কবর, নিমন্ত্রণ ও আসমানী কবিতা আজও পাঠকের মনে তীব্রভাবে নাড়া দেয়।

এই বিভাগের অন্যান্য খবর