Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

পাইকগাছার শরিফুল নামে এক যুবক নিখোঁজ খুলনা

পাইকগাছার শরিফুল নামে এক যুবক নিখোঁজ

পাইকগাছার শরিফুল গাজী (১৯) নামে এক নিখোঁজ যুবকের গত ২ সপ্তাহেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় যুবকের মা থানায় সাধারণ ডায়েরী করেছে। 

প্রাপ্ত সূত্রে জানা গেছে, উপজেলার গড়ইখালী গ্রামের রফিকুল গাজীর ছেলে শরিফুল গাজী (১৯) গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়রার মহেশপুর গ্রামস্থ শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সে বাড়ীতে ফিরে না আসায় তার মা আইফুল বিবি (৫০) ছেলের শ্বশুর হাকিম মোড়লের বাড়ীতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে সে যায়নি। পরে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার তার মা আইফুল বিবি থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং- ৪৯৯/১৯, তাং- ১২/০৩/২০১৯। নিখোঁজ শরিফুলের মুখোমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, মাথার চুল হালকা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে প্যান্ট ও শার্ট ছিল। কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধ্যান পান তাহলে যোগাযোগ করার আহবান জানিয়েছেন তার পরিবার।