Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঈশ্বরদীর এক শিক্ষকের বহুমাত্রিক প্রতিবন্ধি সন্তানের আকুতি! পাবনা

ঈশ্বরদীর এক শিক্ষকের বহুমাত্রিক প্রতিবন্ধি সন্তানের আকুতি!

মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? আমার মত বহুমাত্রিক প্রতিবন্ধি শিশুর আইনগত অধিকারও হরন করতে পারে? সবাই এসব দেখেও না দেখার ভান করতে পারে? আমার মা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, প্রতিবন্ধি সন্তানের জন্য বদলিতে অগ্রাধিকার পাওয়ার কথা, যা তাকে দেওয়া হচ্ছে না, আমিও পাচ্ছি না মায়ের আদর।

নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের প্রতিবন্ধি সন্তান থাকলে অগ্রাীধকার ভিত্তিতে তাদের নিজ এলাকায় বদলি হতে পারবে, তবে অনিয়মই এখন নিয়মে পরিনত হতে চলছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জেসমিন জাহান জিতুর জন্য। তার বহুমাত্রিক প্রতিবন্ধি সন্তানের আকুতি অগ্রধীকার ভিত্তিতে তার মা যেন তাদের নিজ এলাকায় বদলি হতে পারে।

এই বিভাগের অন্যান্য খবর