Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

মিথ্যার ওপর রাষ্ট্র চলতে পারে না: কামাল রাজনীতি

মিথ্যার ওপর রাষ্ট্র চলতে পারে না: কামাল


গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘গরু-ছাগলের মাথা কেনা যায়, মানুষের মাথা কেনা যায় না। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত।’

তিনি বলেন, ‘কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার ওপর রাষ্ট্রও চলতে পারে না।’

মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. কামাল।

দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে-এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই উল্লেখ করে কামাল হোসেন বলেন, ‘অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে। মানুষের সঙ্কটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।’

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, লতিফুল বারী হামিম প্রমুখ