Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ঝালকাঠিতে নারী দিবস উপলক্ষে মানববন্ধন ঝালকাঠি

ঝালকাঠিতে নারী দিবস উপলক্ষে মানববন্ধন

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”  স্লোগানে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত¡রে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নারী-পুরুষ প্রতিদ্বন্দি নয় বরং উন্নয়নের জন্য দুজনকেই সমান তালে এগিয়ে যেতে হবে বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.হামিদুল হক, সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। জেলা শিশু একাডেমী, এডাব, ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী কর্তৃক সংগঠিত ৮ টি পল্লী সমাজ, কন্যা ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ, তরুণ ও যুব নারীসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।