Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

কৃষি পাঠাগার পরিদর্শন করলেন আমেরিকার দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা চুয়াডাঙ্গা

কৃষি পাঠাগার পরিদর্শন করলেন আমেরিকার দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা

চুয়াডাঙ্গায় ভবিষ্যৎ কৃষি ভাবনা ও আধুনিক কৃষি সম্প্রসারণ উদ্যোগ হিসেবে কৃষি বায়োস্কোপ, কৃষি পাঠাগার ও কৃষক সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেছেন আমেনিকার দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।আজ বুধবার দুপুরে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এসব কার্যক্রম পরিদর্শনে আসেন আমেরিকার করনেল বিশ্ববিদ্যালয়ের করনেল এলায়েন্স ফর সায়েন্স বিভাগের পরিচালক ড. সারাহ ইভানজা ও বিল এ্যান্ড মালিন্দা গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. ব্রানটলি ব্রাউনিং। পরে কৃষি পাঠাগাররে আয়োজনে সমাবেশ অনুষ্ঠতি হয়।সমাবেশে সদর উপজলো নির্বাহি কর্মকর্তা ওয়াশিমুল বারী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুম সহ কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে বিটি বেগুনের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।