Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

ঝালকাঠিতে শিব চতুর্দশী উৎসব ৫’শ বছরের ঐতিহ্যবাহী মেলা ঝালকাঠি

ঝালকাঠিতে শিব চতুর্দশী উৎসব ৫’শ বছরের ঐতিহ্যবাহী মেলা

ঝালকাঠিতে ধর্মীয় সংস্কৃতি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে শিব চর্তুদশী উৎসব। এ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের শিববাড়ি মন্দির প্রাঙ্গনে বসছে ৫’শ বছরের ঐহিত্যবাহী মেলা। সোমবার বিকেল থেকে তিনদিন ব্যাপী এ উৎসব শুরু হলেও মঙ্গলবার উৎসবের প্রধানতম দিন।

 সকালে মন্দিরে দেবতা শিবের চরণে ফুল-জল আর বেলপাতাসহ নানা নৈবেদ্য নিয়ে নারীরা আসেন দেবতাকে সন্তুষ্ঠ করতে। তরুণীরা এসেছেন যোগ্য বর (স্বামী) প্রত্যাশায়। আবার কেউ এসেছেন স্বামীর মঙ্গল কামনায়। শিশুর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মায়েরাও নানা নৈবেদ্য ও আচার পালন করে দেবতা শিবকে অজ্ঞলি দিতে ভীড় করেন। এদিকে ধর্মীয় এ উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বসেছে  ৫’শ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনদিন ব্যাপী মেলা। মেলায় নাগরদোলা, ট্রেন, খেলনাসহ নানা শিশু উপসর্গ এবং সাংসারিক দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রয়েছে বাহারী মিষ্টির ঢালা। হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও দেশ-বিদেশের সব-ধর্ম বর্ণের  প্রায় ১৫ হাজার মানুষের সমাগম হয়েছে মেলা প্রাঙ্গনে। মেলায় আসা পুন্যার্থী মাধব চন্দ্র বলেন,‘ পুন্য লাভের আশায় কলকাতা থেকে এখানে এসেছি। অনেক ভাল লাগছে শিব দর্শন করতে পেরে। তবে এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ভাল হত। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক মেলা পরিদর্শন করেছেন। এসময় তিনি এই তীর্থ  স্থানে আসার সড়কটি দ্রুত পাকা করণের আশ্বাস দেন। জেলা প্রশাসকের সাথে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শিববাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার। বুধবার বিকেলে মেলা সম্পন্ন হবে।