Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

৪ উপজেলায় প্রতিদ্ব›দ্বী ৪০ জন

ঝালকাঠিতে প্রার্থীতা ফিরে পেল ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনে ঝালকাঠি

ঝালকাঠিতে প্রার্থীতা ফিরে পেল ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনে

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় মনোনয়নপত্র আপিলের মাধ্যমে বৈধ ঘোষণা করায় প্রার্থীতা ফিরে পেয়েছেন ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনে। তারা হলেন,  চেয়ারম্যান পদে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মোঃ তরুন কর্মকার, ভাইসচেয়ারম্যান পদের মাহমুদুল হক, মনিরুজ্জামান গোলদার, রাজাপুর উপজেলার ভাইসচেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়া হায়দার খান লিটন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আহসান হাবিব রুবেল, উপজেলা তাতি লীগ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আপিলের শুনানী শেষে এঁদের বৈধতা ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।   

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ঝালকাঠির চারটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪৫ জনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তফসীল অনুযায়ী ২৮ (বৃহস্পতিবার) ফেব্রুয়ারী যাচাই-বাছাই করে ২ চেয়ারম্যান, ৮ ভাইসচেয়ারম্যান ও ২ মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। 

জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ১১ জন বৈধ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। চেয়ারম্যান পদে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আরিফুর রহমান খান, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম ও সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন জেলা যুলেিগর আহবায়ক বর্তমান ভাইসচেয়ারম্যান লিয়াকত আলী খান, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কেওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিনউদ্দিন উদ্দিন তালুকদার (মইন) ও যুবলীগ নেতা এস এম শামীম। ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়নপত্র দাখিল করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী, বর্তমান ভাইসচেয়ারম্যান নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, সালমা রহমান, মাহিনুর কাজী ও মাকসুদা বেগম।

নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জাতীয় পরিষদ সদস্য ও উপজেলার নাচনমহল ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জি.কে মোস্তাফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি বর্তমান ভাইসচেয়ারম্যান শরীফ হোসেন আহমেদ দুলাল, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা মফিজুল ইসলাম শাহীন ও গোলাম হোসেন। ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়নপত্র দাখিল করেন নারী নেত্রী মোর্শেদা লস্কর, উম্মে হাবিবা ও আয়শা আক্তার রিনা।

রাজাপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান ও দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়া হায়দার খান লিটন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আহসান হাবিব রুবেল, উপজেলা তাতি লীগ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মজিবর মৃধা, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা, যুবলীগ নেতা মোঃ আবুল হাসানাত আব্দুল্লাহ সুমন সিকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, যুবমহিলা লীগ নেত্রী, নাজনীন আক্তার পাখি ও শাহনাজ লিপি।

কাঁঠালিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ভাইসচেয়ারম্যান মো. এমাদুল হক মনির, দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ তরুন সিকদার, উপজেলা বিএনপির ও সদস্য জাহাঙ্গীর হোসেন। ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা মাহমুদুল হক, মনিরুজ্জামান গোলদার, বদিউজ্জামান বদু, হারুন অর রশীদ জোমাদ্দার প্রতিদ্ব›িদ্বতা করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান ফাতেমা খানম একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২৪ মার্চ ঝালকাঠির চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।