Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

অমৃতাভ দে’র একগুচ্ছ কবিতা শিল্প ও সাহিত্য

অমৃতাভ দে’র একগুচ্ছ কবিতা

 হা‌ওয়া বদলায়

প্রকৃতিতে আজ হাওয়াবদলের সুর
পাতা ঝরে যায় শীত এসে গেছে বুঝি
বদলে যাচ্ছে মানচিত্রের রেখা
হাওয়া বদলের কারণটা তাই খুঁজি।

বদলে যাচ্ছে পৃথিবী রঙ দেখো
আমাদের মন‌ও বদলে যাচ্ছে নাকি
হাওয়া বদলায়, বদলায় সুর তাল
নতুন দিনের অপেক্ষাতেই থাকি।

হাওয়া বদলায়, তবুও আমরা বাঁচি
বেঁধে বেঁধে থাকি প্রতিদিন, প্রতি ক্ষণ
বদলে যাক না মন খারাপের হাওয়া
আমি তোমাদের সেই চেনা একজন।
     
**********

স্বপ্নদোলা

টাপুর-টুপুর বৃষ্টি এলো
সবুজ পাতায়
ভিজল আকাশ দোয়েল পাখি
বৃষ্টি ফোঁটায় ।

দৌড়ে পালায় ঐ সাদা মেঘ
নিজের ঘরে
লেখার খাতা রঙিন কাগজ
সঙ্গে করে।

নৌকো দোলে জলের ভিতর
লাগাম ছাড়া
ইকির মিকির খেলবি যদি
একটু দাঁড়া।

বৃষ্টি ভেজায় নাগরদোলা
বর্ষা বুঝি?
খেলনা গাড়ি, বাঁশের সাঁকোয়
তোমায়  খুঁজি।

ছোট্টবেলা এই তো তুমি
জানলা খোলা
হাত ছুঁয়ে দাও বন্ধু আমার
স্বপ্নদোলা।

******

স্বপ্নশৈশব

শৈশব মানে ছু-কিত্কিত্
সাঁতরে নদী পার
শৈশব মানে দোদুল্যমান সাঁকো
জলছবি এলাকার।

শৈশব মানে স্বপ্নের ঘুড়ি
রূপকথা পুরে হাঁটি
শৈশব মানে স্বপ্নের ঘর
‘স্মৃতির শেতলপাটি।’

শৈশব মানে মায়ের আঙুল
ভালোবাসা ছুঁয়ে থাকা
অবনঠাকুর ছবি লিখে দেন
স্বপ্ন সাজিয়ে রাখা।

বাবা চেনালেন আকাশের তারা
কালপুরুষের রূপ
বৃষ্টি পড়ছে সবুজ পাতায়
কান পেতে শোনো-চুপ

শৈশব মানে শরতের মেঘ
‘আপন কথা’র সুর
বাড়ির দেওয়ালে আঁকি-বুঁকি কাটা
আমার হৃদয়পুর।

শৈশব, সে তো কলার পাতায়
ভাগ করে খাওয়া সুখ
বাড়ির উঠোনে আলপনা দেওয়া
স্বপ্নের চেনামুখ।