Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চিরিরবন্দরে ফিলিং ষ্টেশনের নামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা দিনাজপুর

চিরিরবন্দরে ফিলিং ষ্টেশনের নামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময়  ফিলিং ষ্টেশন নামে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও ওজনে তেল কম দেয়ার অপরাধে  ২৫ হাজার  টাকা জরিমানা করা হয়। গতকাল  বৃহস্পতিবার  বিকেলে এ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর ফায়ার সাভির্স ষ্টেশন অফিসার সৈয়দ সাইফুল্লা।

জানা গেছে,দীর্ঘদিন ধরে মের্সাস চিরিরবন্দর ফিলিং ষ্টেশন অবৈধভাবে এলপি গ্যাস  সিলিন্ডার  বিক্রি ও  রাণীরবন্দর রশিদ ব্রাদার্স  ফিলিং ষ্টেশন ওজনে তেল কম দিয়ে  বিক্রি করে আসতেছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী বলেন,  অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও ওজনে তেল কম দিয়ে বিক্রি করায় এ জরিমানা করা হয় । ভবিষ্যতে অবৈধভাবে সিলিন্ডার  গ্যাস বিপনন ও ওজনে তেল কম দিয়ে বিক্রি করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:গোলাম রব্বানী।