Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দু’জন অধ্যাপকের সাক্ষাৎ শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দু’জন অধ্যাপকের সাক্ষাৎ

জাপানের নারা উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফুগো তাকাসু এবং কাজুশি ফুজিমোতো আজ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের নারা উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নারা উইমেন্স
ইউনিভার্সিটির মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় নারা উইমেন্স ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৃত্তির এই সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে জাপানী অধ্যাপকের সহযোগিতা চান। জাপানের অধ্যাপক এ ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।