Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

শ্রীশ্রীঠাকুর অনকূল চন্দ্রেরজন্ম-মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী সুনামগঞ্জ

শ্রীশ্রীঠাকুর অনকূল চন্দ্রেরজন্ম-মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী


পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনকূল চন্দ্রের ১৩১তম জন্ম-মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ নতুনপাড়া সৎসঙ্গ বিহারের আয়োজনে পৌরসভার মেয়র নাদের বখতের নেতৃত্বে শহরের নতুনপাড়া সৎসঙ্গ বিহার মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির গিয়ে কীর্ত্তণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল সাবেরীন সাবু, এডভোকেট বিমান কান্তি রায়,নতুনপাড়া সৎসঙ্গ বিহারের সভাপতি অসিত কুমার দাস,সহ সভাপতি বাদল দাস

গুপ্ত,কাজল দত্ত,এডভোকেট গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক রনজিৎ কুমার তালুকদার,যুগ্ম সম্পাদক জ্যোতিষ ভূইঁয়া আকাশ,দেবদুলাল দাস,সুব্রত মিত্র,অর্থ সম্পাদক শ্রী সজল কান্তি দাস,সাংগঠনিক সম্পাদক দিবাকর দাস,সাংস্কৃতিক সম্পাদক সৌরভ দাস,মহিলা সম্পাদিকা নৌমিতা রানী চৌধুরী,সহ সম্পাদক শিউলী রানী তালুকদার,নির্বাহী সদস্য নব কুমার তালুকদার,হিরেন্দ্র কর,অমৃত কর, হেমেন্দ্র কুমার দাস,দেবদ্যুতি দাস,সাধন সরকার,জনি দাস,আশুতোষ দাস,বিশ্বজিৎ বণিক,সুমন গুন,অজয় দেব,অমল কান্তি তালুকদার, ও নিরেশ বর্মণ প্রমুখ।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হচ্ছে সুনামগঞ্জ। এখানে প্রতিটি ধর্মেরা মানুষ সম্প্রীতি বজায় রেখে সবার অংশগ্রহনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন ধরে রাখতে সকল ধর্মের মানুষের মাঝে ভাতৃত্বের বন্ধন আরো সুদুঢ করার আহবান জানান।  

 

এই বিভাগের অন্যান্য খবর