Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত রাজবাড়ী

রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাত ১২ টা ১ মিনিটে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী । 

এরপর জেলা প্রশাসনের পক্ষ হতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ প্রশাসনের পক্ষ হতে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম, বিপিএম সেবা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করেন।

পরে পর্যায়ক্রমে জেলার স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, এলজিইডিসহ সরকারী দপ্তর ও রাজবাড়ী প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগন পুষ্পমাল্য অর্পন করেন।এ সময় হাজারো জনতার ঢল নামে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে। 

এছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তিমালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মসজিদে, মন্দিরে ও গীর্জায় প্রার্থনা। স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচী আয়োজন করে জেলা প্রশাসন।