Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ঝালকাঠিতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করলেন জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ঝালকাঠি

ঝালকাঠিতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করলেন জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান


অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাত ১ মিনিটে ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পক্ষ্যে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। 

এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলামসহ জেলা কালেক্টরেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, মোঃ মোজাম্মেল হোসেন রেজা, সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম, জেলা পরিষদ, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সড়ক ও জনপদ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, সরকারী কলেজ, জেলা আইনজীবী সমিতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটি, টেলিভিশন সাংবাদিক সমিতি, মফস্বল সাংবাদিক ফোরাম, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, পুরোহিত কল্যান সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালের প্রথম প্রহরে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সরকারী মহিলা কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্ব স্ব কার্যালয় থেকে প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনার চত্ত¡রে গিয়ে পুষ্প স্তবক অর্পণ করে।