Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

ভৈরবে একাধিক প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযানে ষাট হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জ

ভৈরবে একাধিক প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযানে ষাট হাজার টাকা জরিমানা


ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে ষাট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯, ফেব্রুয়ারী) বিকেলে ভৈরবের কালিকাপ্রাসাদের মেসার্স পলাশ ব্রিকসকে আদর্শ পরিমাপের চাইতে কম মাপের ইট তৈরি করার দায়ে চল্লিশ হাজার টাকা এবং ভৈরবের সম্ভুপুরের দি প্রিন্স বেকারীকে  ক্ষতিকর রং, এমানিয়া ও স্যাকারিন মেশানোর দায়ে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা পুলিশের সহযোগিতায় এ সময় অভিযানে উপস্থিত ছিলেনজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।
সহকারী পরিচালক ইব্রাহিম হোসেন জানান, এ ধরেেনর কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।