Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঝালকাঠিতে কবি জীবনানন্দ দাস উৎসবে আলোচনা সভা ঝালকাঠি

ঝালকাঠিতে কবি জীবনানন্দ দাস উৎসবে আলোচনা সভা


আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে- এই বাংলায়  হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে; কবির এ চারণটিকে স্মরণ করে শঙ্খচিলের আকৃতিতে ঘুড়ি নিয়ে কবি জীবনানন্দ দাস উৎসবে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অংশ নিয়েছে স্বপ্নপূরণ সমিতি। শুধু একটি আকৃতিতেই নয়, বিভিন্ন আকৃতিতে বাহারি রংয়ের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের ৬২ জনে। 

ঘুড়ি প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মাহমুদুল ইসলা, অতিরিক্ত সচিব (বিভাগীয় কমিশনার) রাম চন্দ্র দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা প্রশাসক মোঃ হামিদুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহŸায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাহার মিয়া। এসময় ঘুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। সোমবার বিকেলে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, গাবখান ও ধানসিড়ি নদীর মোহনা তীরে প্রস্তাবিত ইকোপার্কে ২ দিন ব্যাপী এ উৎসব শুরু হয়। এরপূর্বে প্রায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দে ধানসিড়ি খনন কাজের উদ্বোধন এবং রাজাপুরের বামনকাঠিতে কবির পৈত্রিক ভিটা দাসের বাড়ি সংরক্ষণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। মঙ্গলবারে আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

ঘুড়ি প্রতিযোগিতা দেখতে বরিশালের চাখার থেকে আসা সৈয়দ আব্দুল মান্নান (৭০) জানান, আমরা ছোট বেলায় মাঠে ঘুড়ি উড়িয়েছি, অনেক আনন্দ করেছি। এখন আর কিশোরদের তেমন একটা ঘুড়ি উড়াতে দেখা যায় না। এখানে ঘুড়ি প্রতিযোগিতার খবর শুনে আসলাম। খুব ভালোলাগছে দেখে। সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী কিশোরী তামান্না জানায়, বই পুস্তকে শুধু ঘুড়ি উড়ানো এবং প্রতিযোগিতার কথা পড়েছি। বড়দের মুখেও শুনেছি কিন্তু কখনো দেখিনি। ইকোপার্কে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা দেখতে এসে বিভিন্ন রঙের ঘুড়ি দেখে ভালোলাগছে বলে উচ্ছাস প্রকাশ করে।