Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

রাজবাড়ীতে চার ইটভাটা মালিককে জরিমানা রাজবাড়ী

রাজবাড়ীতে চার ইটভাটা মালিককে জরিমানা


রাজবাড়ীতে ইট তৈরীতে বেশি জায়গা জুড়ে নাম ফলক ব্যবহারের দায়ে ৪ টি ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই এর নির্দিষ্ট পরিমাপের বেশি যায়গা জুড়ে নাম ফলক ব্যবহার করার দায়ে রাজবাড়ী সদর উপজেলার টি আই বি ব্রিকস কে ২৫ হাজার, এ এস বি ব্রিকস কে ১৫ হাজার, এইচ বি আই ব্রিকস কে ১৫ হাজার এবং এম বি আই ব্রিকস কে ৩০ হাজার টাকা জরিমানা হয়। ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ইট তৈরীর ফর্মা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 

অভিযান পরিচালনায় সহায়তা করে রাজবাড়ী জেলা পুলিশ । অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।