Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

নড়াইলে শিক্ষক সেলিনা আক্তার জমজমাট কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন নড়াইল

নড়াইলে শিক্ষক সেলিনা আক্তার জমজমাট কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন


নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিনা আক্তার (বিজ্ঞান) ধুমছে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তিনি একাধারে ৮ম,৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিজ স্কুলে সকাল ৮ হতে ১০টা পর্যন্ত এবং ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোচিং চালান। তার স্বামী শেখ নাসিরুজ্জামান একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ায় কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না। প্রধান শিক্ষক নাসিরুজ্জামান সরকারি নিয়ম নীতির ভয় দিয়ে অন্য শিক্ষকদের প্রাইভেট এবং কোচিং বন্ধ করে দিয়েছেন।

 আর এ সুযোগে তার স্ত্রী সেলিনা আক্তার একাই কোচিং চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষক স্ত্রীকে দিয়ে কোচিং বাণিজ্য চালানোর জন্য শিক্ষার্থীদের বাণিজ্য বিভাগে ভর্তি হতে দেন না। বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাপ সৃষ্টি করেন। এ কারনে অনেক শিক্ষার্থী বাধ্য হয় বিজ্ঞান বিভাগে পড়তে। আবার কেউ কেউ স্কুল ছেড়ে চলে যায়। অভিযোগ রয়েছে সহকারি শিক্ষক সেলিনা আক্তার একাই ৮ম,৯মও ১০ম শ্রেনির গণিত, বিজ্ঞান সহ সকল বিষয় পড়ান। প্রধান শিক্ষক অন্য শিক্ষকদের পড়াতে দেন না। নিজ স্ত্রীর প্রশংসা করে তার কাছে প্রাইভেট পড়তে বলেন।