Opu Hasnat

আজ ২৫ মে শনিবার ২০১৯,

দুর্গাপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন মিডিয়ানেত্রকোনা

দুর্গাপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

নেত্রকোনার দুর্গাপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৬ষ্ঠ বর্ষপুর্তি উপলক্ষে রোববার সকাল ১১টায়  দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে দুর্গাপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস.এম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান। বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, সমস্যা, সম্ভাবনা তুলে ধরে দেশকে সামনে এগিয়ে নিতে মিডিয়ার কোন বিকল্প নাই। সংবাদকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তোরত্তর সাফল্য কামনা করেন। 

এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক জামাল তালুকদার, ধ্রুব সরকার, নিতাই চন্দ্র সরকার, সাইদুল ইসলাম, রিফাত আহাম্মদ রাসেল, দীপক পত্রনবিশ, কবিরঞ্জন সাহা, স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক র‌্যালি পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। 

এই বিভাগের অন্যান্য খবর